মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩১:০৯

'পাক-ভারত সিরিজ আর সম্ভব নয়'

'পাক-ভারত সিরিজ আর সম্ভব নয়'

স্পোর্টস ডেস্ক : অনুরোধ, উপরোধ, হুমকি, চাপ সৃষ্টি কোনও কিছুই কাজে এলো না৷ ডিসেম্বরের পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না, জানিয়ে দিয়েছেন বিসিসিআই-এর উচচপদস্ত কর্তা রাজীব শুক্লা। পাকিস্তানের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা ঘোষণা করেছেন তিনি৷

শুক্লা বলেছেন, ‘ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলার কথা ছিল৷ কিন্তু সেটা হবে না৷ দুটো কারণে সিরিজটা আয়োজন করা যাচ্ছে না৷ দু’দেশের রাজনৈতিক সম্পর্ক এখন ভাল জায়গায় নেই৷ এই সিরিজের জন্য আমাদের সরকারের অনুমতি নিতে হবে৷ আর পিসিবি-র সঙ্গে কয়েকটা জায়গা নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে৷ পাক-বোর্ডের সে দিকে চোখ ফেরানো উচিত৷’

ডিসেম্বরের সিরিজ না হলে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতকে বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান৷ এই নিয়ে শুক্লার বক্তব্য, ‘আইসিসি-র নিজস্ব আইনকানুন আছে৷ পাকিস্তান আমাদের বয়কট করলে সেই মতোই ব্যবস্হা নেওয়া হবে৷ আইসিসি তার নিজস্ব নিয়ম মতো চলবে৷’

ভারত ও পাকিস্তানের মধ্যে সাক্ষরিত হওয়া ‘মৌ’ নিয়েও এদিন মুখ খুলেছেন শুক্লা৷ তার সাফ কথা, ‘আমাদের সঙ্গে পিসিবি-র সাক্ষরিত মৌ নিয়ে নানা মন্তব্য কানে এসেছে৷ শাহরিয়ার খানকে জিজ্ঞেস করুন মৌ-তে কী কী শর্ত দেওয়া ছিল৷ আর সেগুলো পূরণ হয়েছে কিনা।’
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে