স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার তারিখ চূড়ান্ত না হলেও তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বিসিবির। সিরিজ বাতিল কিংবা ভেন্যু পরিবর্তন নিয়েও এখনও কোনো সিদ্ধান্তে আসেনি দুই বোর্ড।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক থেকে ফিরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশে আসার কথা ছিলো আজ সোমবার। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তা আপাতত স্থগিত রেখেছে সে দেশের সরকার।
তবে অনুশীলনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঈদের ছুটি কাটিয়ে মিরপুরে ট্রেইনিং ক্যাম্পে ফিরেছেন ক্যাপ্টেন মুশফিক-সাকিবসহ ৭ ক্রিকেটার। বিকেলে ১৪ সদস্যের টেস্ট দলও ঘোষণা করেছে বিসিবি।
অবশ্য যাদের সঙ্গে সিরিজ খেলতে সাকিবদের এ প্রস্তুতি সেই টিম-অস্ট্রেলিয়া কবে বাংলাদেশে আসছে তা চূড়ান্ত নয়। বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় তারা খুশি কি না তা জানাবে তাদের বোর্ড, জানিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিন দিনের ওয়ার্মআপ ম্যাচ আর দুটি টেস্টর জন্য ভেন্যু ঠিক করা হয়েছিলো ফতুল্লা, চট্টগ্রাম এবং মিরপুর স্টেডিয়াম।
বিসিবি’র সিইও জানিয়েছেন, সেগুলো পরিবর্তন কিংবা সিরিজ শিডিউল নিয়েও কোনো কিছু চূড়ান্ত করেনি দুই বোর্ড।
আগের শিডিউল অনুযায়ী ৩ অক্টোবর ফতুল্লায় তিন দিনের ম্যাচ, ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম ও ১৭ অক্টোবর মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার শেষ টেস্ট শুরু হওয়ার কথা।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে