মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৫:০৩

হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের কোচ বরখাস্ত

হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের কোচ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : আসন্ন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করায় চাকরি হারালেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। সোমবার এক বিবৃতিতে ফিল সিমন্সকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান কোচ ফিল সিমন্সের করা মন্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যাতে মনে হয়েছে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এজন্য এই ইস্যুতে তদন্ত না হওয়া পর্যন্ত প্রধান কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার এলডিন ব্যাপ্টিস্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। নতুন কোচ ছাড়াও নতুন অধিনায়ক জেসন হোল্ডারের অধীনে সেখানে প্রথম টেস্ট খেলবে তারা।

শ্রীলঙ্ক সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন বোর্ডের অন্যতম নির্বাচক ও সাবেক ফাস্ট বোলার এলডিন ব্যাপটিস্ট।

শ্রীলঙ্কা সফরের আগে শেষ দিনের অনুশীলন শেষে গত বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে দল নির্বাচনে হস্তক্ষেপের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সিমন্স।

উল্লেখ্য, ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা এই সিরিজ।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে