বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১১:২৭:৪৮

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৯ বছরের এক মুসলিম

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৯ বছরের এক মুসলিম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টে আসছে চমক। কয়েক মাস আগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই আসরে নজরকাড়া পারফর্ম করেন তিনি। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে ভালো করতে পারেনি। আর দ্বিতীয় টেস্টের জন্য ১৯ বছরের ফার্স্ট বোলার আলজাররি শাহিম জেসবকে ডাকা হয়েছে দলে।

জ্যামাইকায় ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে তার। আলজাররি গতিমান পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ১৪৩ কিমি. গতির বল করেন তিনি। জ্যামাইকায় ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য একাদশে একটি পরিবর্তন আনার চিন্তায় বোর্ড।

শ্যানন গ্যাবরিল, জেসন হোল্ডারের সাথে দেখা যেতে পারে ওই ১৯ বছরের ক্রিকেটারকে। ৩০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের কিংসটনে শুরু হবে এই ম্যাচ। এর আগের টেস্টে ইনিংস ব্যবধান ও ৯২ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এই তরুণকে একাদশে নেয়া হলে ওয়েস্ট ইন্ডিজ কেমন খেলে সেটা দেখার অপেক্ষা এখন।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে