বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৩:৩৫:২৫

ক্রিকেটের এই রেকর্ডটি এখনো ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার

ক্রিকেটের এই রেকর্ডটি এখনো ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে একটি রেকর্ড শতবর্ষী হতে যাচ্চে। স্যার ইয়ান বোথাম, রিচার্ড হেডলি, কপিল দেব, দ্য গ্রেট ইমরান খান, জ্যাক কালিসরা খেলেছেন তারাও পারেননি। তবে তারা খানিকটা এই পথে হেঁটেছেন।

স্যার গ্যারি সোবার্স করেছিলেন এই রেকর্ড। যেটা এখনো ভাঙতে পারছেন না কোনো ক্রিকেটার। আজ স্যার সোবার্সের জন্মদিন। ৭৯ বছর থেকে ৮০ তে পা রাখলেন এই ক্যারিবীয়ান কিংবদন্তি। জন্ম ২৮ জুলাই, ১৯৩৬। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ১৯৫৪ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত।

তার জন্মদিনে মনে পড়ল তার রেকর্ডের কথা। টেস্ট ক্যারিয়ারে স্যার সোবার্স সবার ওপরে। ৯৩ টেস্টে করেছেন ৮০৩২ রান। এখানে ২৬টি শতরান আর ৩০টি অর্ধ শতরানের ইনিংস রয়েছে তার।

স্যার গ্যারি সোবার্স মাত্র ২১ বছর বয়সেই ট্রিপল সেঞ্চুরি করেছেন। ওই ইনিংসে তিনি অপরাজিত ৩৬৫* রানে। এখনও পর্যন্ত এই রেকর্ড কোনও ক্রিকেটার ভাঙতে পারেননি। তার অন্যান্য কাব্যও হৃদয়ে নাড়া দেয়ার মত।

গোটা টেস্ট ক্যারিয়ারে তিনি উইকেট নিয়েছেন ২৩৫টি। ক্যাচ ধরেছেন ১০৯টি। তার অল-রাউন্ড ক্রিকেট তাকে 'সর্বাধিনায়ক' করে তুলেছে। প্রথম ছয় বলে ছয়টি ৬ মারার রেকর্ডও যিনি সর্বপ্রথম করেছেন।জীবনে অবশ্য ওয়ানডে খেলেছেন মাত্র একটি। আর ওয়ানডেতে অর্জন কেবল ১টি উইকেট।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে