বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৪:৫১:৫৭

চার-ছক্কার ঝলকে কুশল মেন্ডিসের সেঞ্চুরি

চার-ছক্কার ঝলকে কুশল মেন্ডিসের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: যখন ক্রিজে এসেছিলেন তখন রীতিমতো ধুঁকছে তার দল। ৬ রানেই নেই ২ উইকেট। সাধারণত এই সময়ে ব্যাটসম্যানরা এসে গুটিসুটি মেরে যায়। রক্ষণাত্মকভঙ্গিতে ইনিংসটাকে সামলানোর চেষ্টা করে। তবে কুশল মেন্ডিস সে পথে গেলেন না।

হ্যাজেলউডকে চার মেরে শুরু করেন দিনের বাকি সময়টুকু মেন্ডিসেরই। কিছুক্ষণ আগে যে উইকেটে আগুন ঝড়াচ্ছিলেন মিচেল স্টার্ক মেন্ডস আসাতে বেশ কয়েকটা বাউন্ডারি খেয়ে কেমন জানি নিস্প্রভ হয়ে গেলেন তিনি। অজি আর কোনো বোলারকেই মাথা উচু করে দাড়াতে দেননি এই ব্যাটসম্যান।

প্রথমে অধিনায়ক ম্যাথুসকে নিয়ে ৪১ রানের জুটি বাধেন মেন্ডিস। যেখানে ম্যাথুসের অবদান মাত্র ৯ রান। দলীয় ৮৬ রানে চতূর্থ ব্যাটসম্যান হিসেবে ম্যাথুস ফিরে গেলে সহ অধিনায়ক দীনেশ চান্দিমালকে নিয়ে আবার জুটি বাধেন কুশল মেন্ডিস।

৪৩তম ওভারের শেষ বলে নাথান লায়নকে মিড উইকেটের উপর দিয়ে ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস। ষষ্ঠ টেস্ট খেলতে নামা মেন্ডিসের এটি প্রথম সেঞ্চুরি।

১৪৩ বলে ১৪ চার ও এক ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই প্রতিবেদন  লেখা পর্যন্ত ৬ উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলংকা। কুশল মেন্ডিস ১৬৯ রানে অপরাজিত অবস্থায় ক্রিজে আছেন।
২৮ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে