বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৫:২১:৪৩

আলিম দারের ছেলের ভিডিও বার্তা দেখে কথা দিলেন বিরাট কোহলি

আলিম দারের ছেলের ভিডিও বার্তা দেখে কথা দিলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: খ্যাতিমান আম্পায়ার আলিম দারের ছেলের জন্য ভিডিও বার্তা পাঠিয়ে পাকিস্তানিদের হৃদয় জিতলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক আলিম দারের ছেলেকে তার অটোগ্রাফ দেওয়া ব্যাট উপহার দেওয়ার কথা দিয়েছেন।

ভারত দল এখন ওয়েস্ট ইন্ডিজে। টেস্ট সফরে। আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের একজন আলিম দার। তিনি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের একজন আম্পায়ার। বাবার মাধ্যমেই ছেলে হাসান কোহলির কাছে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। বলেছিলেন, তিনি কোহলির খুব বড় ভক্ত। হাসান নিজেও ক্রিকেট খেলেন।

হাসানের সেই বার্তার জবাবে ভিডিও বার্তা দিয়েছেন কোহলি। বলেছেন, "হ্যালো হাসানজি, তোমার বাবার কাছ থেকে তোমার পাঠানো ভিডিও পেলাম। তিনি আমার পাশে বসে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যেমন বলেছ কঠোর পরিশ্রম ও প্রত্যয় জীবনে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ বিষয়। তুমিও পরিশ্রম করো। তোমার ক্রিকেট নৈপুণ্য বাড়বে।" প্রেরণা দেওয়া এই বার্তার সাথে কোহলির প্রতিশ্রুতি, "আলিম ভাই যখন আম্পায়ারিং করবেন তখন কোনো সফরে তোমার সাথে দেখা হবে আশা করি। অবশ্যই আমি তোমাকে সই করা একটি ব্যাট পাঠাবো।
২৮ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে