বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৬:২৮:৩৪

‘মোস্তাফিজ, ‍তুমি দ্রুত সুস্থ হও’

‘মোস্তাফিজ, ‍তুমি দ্রুত সুস্থ হও’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে পা দিতে না দিতেই হয়ে যান ‘বিশ্বনায়ক’ বনে গেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। সেই ‘বিশ্বনায়ক’র অধীর আগ্রহে দীর্ঘদিন অপেক্ষাও করেছে সাসেক্স। তাদের সেই আগ্রহে সাড়া দিয়ে সাসেক্সের হয়ে প্রথম ম্যাচেই হয়ে গেছেন তাদের ‘প্রাণভোমরা’। সেই তাকেই বিদায় জানাতে হলো সাসেক্সকে।

সাসেক্সের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিজেকে মেলে ধরতে পারেন নি মোস্তাফিজ। এর পর থেকেই তার পুরোনো কাঁধের ইনজুরি আবর মাথা চাড়া দিয়ে ওঠে। আর এই কারণেই তিনি সাসেক্সের হয়ে এই মৌসুরে আর খেলতে পারবেন না।

সাসেক্সের ওয়েবসাইটে মোস্তাফিজকে একরকম বিদায় জানানো হয়েছে। দ্রুতই তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়েছে। পরের মৌসুমে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছে তারা।

সাসেক্সের কোচ মার্ক ডেভিস ও অধিনায়ক লুক রাইট মুস্তাফিজের দ্রুত আরোগ্য কামনা করেন। মুস্তাফিজের সুন্দর ভবিষ্যৎ কামনায় তারা যা বলেছেন সেটিই সাসেক্স থেকে মুস্তাফিজের বিদায়ের ইঙ্গিত।

এদিকে ভারতীয় প্রিমিয়ার লিগে মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদও তার এই ইনজুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। নিজেদের ফেসবুক ফ্যান পেজে হায়দরাবাদ লিখেছে, কাঁধের ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান সাসেক্সের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। আমরা আশা করি ফিজ দ্রুতই সেরে উঠবেন এবং মাঠে ফিরবেন।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে