বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৬:৫৮:৪৪

যেকোনো বোলারের সুইং খেলতে প্রস্তুত সৌম্য!

যেকোনো বোলারের সুইং খেলতে প্রস্তুত সৌম্য!

স্পোর্টস ডেস্ক :  চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর আগামী বছরে শ্রীলংকা, ইংল্যান্ড, ভারত ও আয়ারল্যান্ডে সফর করবে বাংলাদেশ। জেমস অ্যান্ডারসন,  স্টুয়ার্ট ব্রড, ট্রেন্ট বোল্টদের মতো দারুণ সব সুইং বোলারদের বিপক্ষে খেলতে হবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমের দলকে। আর এ জন্য প্রস্তুত থাকা প্রয়োজন বলে মনে করছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। নিজেও এর জন্য প্রস্তুত বলেই মনে হলো তার কথাতে।

সৌম্য সরকার বলেছেন, বোলাররা তো অবশ্যই সুযোগ নেবে। ব্যাটসম্যানদেরও সুইং দেখে বুঝেশুনে খেলতে হবে। বোলিং মেশিনে সুইং বাড়িয়ে নিয়ে খেলার সুযোগ রয়েছে আমাদের। তবে আমার মনে হয়, সুইং বোলিং খেলতে মানসিক প্রস্তুতিটা বেশি জরুরি।

তিনি আরও বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় তো সব বাউন্সি উইকেট পাব। ওদের ওখানে সুইং অনেক বেশি হবে। সেভাবে চিন্তা করেই প্রস্তুত হতে হবে। আমার মনে হয়, সুইং বল নিয়ে অনুশীলন করে গেলে আমরা ভালো করতে পারব।

প্রতিপক্ষের আগুনে গোলা সামলানোর শুরুটা হবে তামিম ইকবাল-সৌম্যকে দিয়ে। সুইং বোলিংয়ের বিপক্ষে অসাধারণ কিছু ইনিংস আছে দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের। তার দেখানো পথ ধরেই হাঁটতে চান তরুণ সতীর্থ সৌম্য।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে