বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৭:২৩:৫৮

যে কারণে মুরালীকে বিশ্বাসঘাতক বললেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট

যে কারণে মুরালীকে বিশ্বাসঘাতক বললেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: তাঁকে বলা হচ্ছে 'ঘর শত্রু বিভীষণ!' তাঁকে বলা হচ্ছে 'বিশ্বাসঘাতক!' এমনকি শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালাও তাঁকে 'গদ্দার '-এর তকমা দিচ্ছেন৷

এবার পাল্টা দিলেন মুথাইয়া মুরালীধরন৷ বলে দিলেন, 'আমাকে বিশ্বাসঘাতক বলার অধিকার কারও নেই৷ শ্রীলঙ্কা ক্রিকেটে আমার কী অবদান সেটা আমি জানি৷'

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় সফররত অস্ট্রেলিয়া টিমের বোলিং পরামর্শদাতা হয়েছেন মুরলী৷ তাতেই বিতর্ক৷এই কারণেই মুরালীকে বিশ্বাসঘাতক বললেন বোর্ড প্রেসিডেন্ট। তবে এ ব্যাপারে মুরলী পাশে পেয়েছেন তাঁর একদা সতীর্থ কুমার সাঙ্গাকারাকে৷ বিতর্ক আরও বেড়েছে কারণ।

প্রথম টেস্টের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কা৷ এদিন মুরালি বলেছেন, 'আমাকে নিয়ে রাজনীতি হচ্ছে৷ আর শ্রীলঙ্কা ক্রিকেট তো আমায় কাজে লাগায়নি৷ একবার মাত্র পারমর্শ নিয়েছিল৷ তাই অন্যদের সাহায্য করতে অসুবিধে কোথায়?'

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট অবশ্য এ সব যুক্তি মানতে নারাজ৷ তাঁর কথায়, 'পেশাগত দিক থেকে মুরলী হয়তো ঠিক৷ কিন্তু ও এমন একটা টিমকে সাহায্য করছে, যারা ওকে ক্রিকেট থেকে এক সময় ছুড়ে ফেলে দিতে চেয়েছিল৷ এই কাজ করে মুরলী ভক্তদের থেকে দূরে সরে গেল৷'
২৮ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে