বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৭:২৯:২৯

‘এমন গানের মত গান আর নেই’

‘এমন গানের মত গান আর নেই’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা আগামী মাসের ১৩ তারিখেই শেষ হবে। বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলেও তিনি ক্রিকেটের বাইরে ছিলেন না। তিনি অনুশীলন চালিয়ে গেছেন। ক্রিকেট খেলেছেন দেশে-বিদেশেও।

অসংখ্য ভক্ত এক সময়ের তারকা খ্যাতি পাওয়া এই ক্রিকেটারের। তিনি এখন ইংল্যান্ডে অবস্থান করছেন। ঘুরতে গেছেন সেখানে। সেখানে সাসেক্সের হয়ে বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজের অভিষিক্ত ম্যাচটিও স্টেডিয়ামে থেকেই দেখেছেন। মোস্তাফিজের সঙ্গে দেখাও হয়েছে আশরাফুলের। লন্ডনে থেকে আশরাফুলে মনে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের গান।

নিজের ফেসবুকে আশরাফুল লিখেছেন, দেশের বাইরে থাকলে ফোনে বা ল্যাপটপে থাকা দেশের গানগুলো বেশি ইমোশনাল বানিয়ে দেয়। পৃথিবীর বহু দেশেই ঘুরলাম, একটা ব্যাপার অনুভব করেছি আমাদের দেশের দেশাত্ববোধক গানের মত এত দারুন গান আর কোথাও নেই। আর হবেও না

তিনি আরও লিখেছেন, বুঝতে হবে ভাষার জন্য রক্ত ঝরান জাতি আমরা। অন্যদের চেয়ে তাই আমরা এগিয়ে থাকব এটাই স্বাভাবিক। বাংলাদেশে এখন অনেক রাত। দেশের কথা মনে পড়ছে। ভালো থেক বাংলাদেশ। তোমার বুকে জন্ম নিয়ে গর্বিত বাঙ্গালি
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে