বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৯:৩০:১০

জিম্বাবুয়ের খেলা দেখানো হচ্ছে না দেশেই!

জিম্বাবুয়ের খেলা দেখানো হচ্ছে না দেশেই!

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জেডিবিসিকে বিনামূল্যে ফিড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে চলমান প্রথম টেস্ট তারা দেখাতে পারছে না। আফ্রিকা জুড়ে কাজ করা দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক পে চ্যানেল সুপারস্পোর্ট জিম্বাবুয়ে-নিউ জিল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি। তাই দক্ষিণ আফ্রিকাতেও সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত একটি সংবাদে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড প্রথম টেস্ট বাংলাদেশে, শ্রীলঙ্কায়, ভারত, নিউ জিল্যান্ডসহ আরও অনেক জায়গায় বসে দেখা যাচ্ছে। কিন্তু স্বাগতিক জিম্বাবুয়েতেই সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ।

টেন স্পোর্টস সারা বিশ্বে এই খেলা সম্প্রচার করছে। এ কারণে উপমহাদেশে বুলাওয়ায়ো টেস্ট দেখা যাচ্ছে। গত জুনে শেষ মুহূর্তে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের ঘরোয়া সিরিজ নিয়ে সমঝোতায় পৌঁছায় সুপারস্পোর্ট। ভারত সফরের সব খেলা দেখায় তারা। কিন্তু এবার দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে পারেন নি।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে