স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে নিজের অবস্থান সদূঢ় রেখে আন্তর্জাতিক অঙ্গনে জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন রীতিমত। আইসিসির র্যাংকিং অনুযায়ী ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে তিনি এখন এক নাম্বারে রয়েছেন। ক্রিকটে বিশ্বের অনেক খেলোয়াড়ই রয়েছেন যে তাকে ফলো করতে চায়, সাকিব হতে চায়। তাদের জন্য পরামর্শ কি?
এমনই সব প্রশ্নের উত্তর দেন দেশের একটি প্রাইভেট টিভি স্টেশনকে। সাকিব বলেন, ‘সাকিবের মতো হওয়ার জন্য খুব বেশি কিছু না, নিজেকে বুঝতে হবে, আমি কি করতে পারি এবং সেটা কত ভালোভাবে করতে পারি। তাহলে একদিন সবাই সাকিবকে ছাড়িয়ে যাবে।
অপর এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন অবস্থানে এনেছেন তিনি। ‘হ্যা আমি একটু সবার থেকে এগিয়ে আছি কিন্তু দলের সবাই সাথে না থাকলে তো সম্ভব ছিলোনা। আর আমার পরিশ্রম তো ছিলোই।’
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু