বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১০:০১:২৩

বিপিএলে আবারও অঘটনের শিকার শেখ রাসেল

বিপিএলে আবারও অঘটনের শিকার শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আবারও হারলো শেখ রাসেল ক্লাব। বৃহস্পতিবার চট্টগ্রামের এম, এ আজিজ স্টেডিয়ামে তারা টানা দ্বিতীয় হারের মুখ দেখে পুরানো ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে।

দ্বিতীয়ার্ধে করা দুটি গোলে রহমতগঞ্জ ম্যাচ জিতে ২-০ গোলে। এরআগে নিজেদের প্রথম খেলায় উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল গতবারের রানার্স-আপ শেখ রাসেল।

এদিন খেলার ১৮ মিনিটে পল এমিলের স্কয়ার পাসে বল বক্সের মাঝ থেকে ক্রস পোস্টের ওপরে মারেন ডিফেন্ডার মিন্টু শেখ। ৩০ মিনিটে পল এমিল আবারও ঢুকে পড়েছিলেন রহমতগঞ্জ শিবিরে কিন্তু তার কাটব্যাকে আলমগির কবির রানা বল মারেন সাইডপোস্টের বাইরে।

৪৭ মিনিটে শেখ রাসেলের বদলি ফরোয়ার্ড রুম্মন হোসেন একক প্রচেষ্টায় ভেদ করেন রহমতগঞ্জ ডিফেন্স কিন্ত তার মাটি কামড়ানো শট রুখে দেন গোলরক্ষক সাইফুল ইসিলাম মাসুম।

৫২ মিনিটে রাসেলের মিডফিল্ডার মোনায়েম খান রাজুর নেওয়া শট মাসুম পাঞ্চ করলে রিবাউন্ডে বল এসে পড়ে পল এমিলের পায়ে কিন্তু ক্যামেরুনিয়ান ফরোয়ার্ডটি বল জোরে মারতে গিয়ে তুলে দেন ক্রসপোস্টের ওপরে।

৭৬ মিনিটে প্রথম গোলটি করে রহমতগঞ্জ। ডান প্রান্তে বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো। তিনি নিঁখুত এক ক্রস দেন ডি-বক্সের মাঝে দাঁড়ানো মিডফিল্ডার মাহবুব হাসান নয়নকে। নয়ন ফার্স্ট টাইম কোনাকুনি শটে বল জড়িয়ে দেন দূরের জালে।

শেষ দিকে হতাশায় আচ্ছন্ন শেখ রাসেলের টানা দ্বিতীয় পরাজয় নিশ্চিত করে দেন মিডফিল্ডার মো. আলাউদ্দিন। ৮৮ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া তার বাঁকানো শট বোকা বানায় শেখ রাসেল গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে।  কিছুক্ষণ পরেই প্রথম জয়ের আনন্দ উদযাপন করা শুরু  করে রহমতগঞ্জ।  
২৮ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে