বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১১:০৮:৪৬

মোস্তাফিজের অস্ত্রোপচার করতেই হবে

মোস্তাফিজের অস্ত্রোপচার করতেই হবে

স্পোর্টস ডেস্ক : আজ করানো মোস্তাফিজের এমআর অর্থোগ্রাম রিপোর্টে জানা গেছে, তার চোট টাইপ-২ শ্রেণির। রিপোর্ট দেখে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন সাসেক্সের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের বাঁহাতি এ​ই পেসারকে। কবে, কোথায় অস্ত্রোপচার হবে, টনি কোচারের সঙ্গে জাতীয় দলের কোচ-ফিজিওদের আলোচনার পর নেওয়া হবে সে সিদ্ধান্ত।

মোস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের স্ল্যাপে(সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিওর) সমস্যা ধরে পড়েছে আগের এমআরআইতেই।  

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, বিসিবির কোচ, ফিজিও, চিকিৎসকেরা এখন ওখানকার ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানবেন। আমরা সম্ভাব্য সেরা জায়গায়ই ওর চিকিৎসা করাব।

অস্ত্রোপচার হলে সুস্থ হয়ে মাঠে ফিরতে মাস ছয়েক সময় লাগবে মোস্তাফিজের। সাসেক্সের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময়ই বাঁ কাঁধে ব্যথা অনুভব করেন তিনি। পরে সাসেক্স জানায়, অন্তত গ্রুপ পর্বে আর খেলার সম্ভাবনা নেই তার।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে