শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০১:৪১:৫৪

টাইগারদের জন্য উড়ে এলো সুখবর

টাইগারদের জন্য উড়ে এলো সুখবর

স্পোর্টস ডেস্ক : অবশেষে টাইগারদের জন্য উড়ে এলো সুখবর। এবারের ঈদের আগে লম্বা ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সব বিদেশি কোচ। এরপর মধ্যে প্রধান কোচ হাথুরুসিংহে, বোলিং কোচ রুয়ান কলপাগে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নের বাংলাদেশের ফেরার কথা ছিল ২০শে জুলাই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে।

কিন্তু গুলশানে হলি আর্টিজেন হোটেলে হামলার পর পাল্টে যায় পরিস্থিতি। ভীতির মাত্রায় যোগ হয় ঈদের দিন শোলাকিয়া ঈদগা ময়দানে জঙ্গি হামলার প্রভাবও। যে কারণে বিদেশি কোচদের বাংলাদেশে আসাটা পিছিয়ে যায়।

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় বিদেশি কোচদের ছাড়াই। যদিও ক্যাম্পের শুরুতে দায়িত্ব নেয়ার কথা ছিল ট্রেনার ভিল্লাভারায়নের। কিন্তু শেষ পর্যন্ত তিনি যোগ দেননি। তবে আগামী সপ্তাহেই প্রধান কোচ হাথরুসিংহে সহ সবাই দেশে ফিরছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমাদের প্রধান কোচ হাথরুসিংহেসহ সব কোচ নিশ্চিত করেছেন যে তারা আগামী মাসের ৪-৫ তারিখের মধ্যে চলে আসবেন।’

অন্যদিকে বিদেশি কোচদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে গানম্যান নিয়োগসহ তাদের আবাসনের ব্যবস্থা কুর্মিটোলা গলফ কোর্সে করার কথা শোনা গেছে। সিইও বলেন, ‘অবশ্য বিদেশি কোচদের নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে দেখা হচ্ছে।

আর তাদের থাকার বিষয়টি নির্ভর করবে তাদেরই ইচ্ছার ওপর। তারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারা যেখানে কাজ করে সহজেই থাকতে পারবে সেখানেই তাদের ব্যবস্থা করা হবে। গলফ কোর্স ছাড়াও আমাদের একামেডির ভবন আছে। তবে তাদের স্বাধীনভাবেই বেছে নিতে দেয়া হবে থাকার জায়গা।’-এম জমিন
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে