স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার গঞ্জালো ইগুয়াইন আর ক্রিশ্চিয়ানো রোনালদো এক সময়ে টিমমেট থাকলেও দু’জনের মধ্যে যে মন কষাকষি রয়েছে তা প্রকাশ পায় তাদের কথোপকথনের মাধ্যমে।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এবার ঠিক অন্য রকম মন্তব্য করে বসলেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তার সাবেক সর্তীথ ইগুয়াইন। তিনি বলেন রোনালদো নাকি অনেকটা ফানুসের মতো। নিজেকে যতটা ফুলিয়ে-ফাঁপিয়ে তুলে ধরেন, আসলে তিনি মোটেই তত বড় ফুটবলার নন।
গঞ্জালো ইগুয়াইন আরও বলেছেন, ‘‘রোনালদো অসম্ভব অহঙ্কারী। আপনি ওর তখনই বন্ধু হতে পারবেন যদি আপনি ওকে সেরা খেলোয়াড় বলে তারিফ করেন। আসলে ও এত বড় খেলোয়াড় নয়।’
আর্জেন্টাইন এ প্লেয়ার র্দীঘ ছ’বছর বিখ্যাত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন রোনালদোকে। ঠিক যেমন দেখেছেন লিওনেল মেসিকে। এবং সেই অভিজ্ঞতা থেকে তাঁর আন্তর্জাতিক দলের মহাতারকা সতীর্থের সঙ্গে কোনও ভাবে মেলাতে পারছেন না সিআর সেভেনকে। ‘‘আমি মেসিকেও ড্রেসিংরুমে দেখেছি। কিন্তু ওর সঙ্গে রোনালদোর কোনও তুলনা চলে না।’’
প্রতিক্রিয়াটা এতটাই মারাত্মক ছিল যে চাপে পড়ে শেষ পর্যন্ত ইগুয়াইনের বর্তমান ক্লাব নাপোলিকে বিবৃতি পর্যন্ত দিতে হয়। ক্লাবটি দাবি করেন রোনালদোকে নিয়ে ইগুয়াইন কোনও বিতর্কিত মন্তব্য করেননি।‘‘নাপোলি আর ইগুয়াইন এমন কোনও সাক্ষাৎকার দেওয়ার কথা অস্বীকার করছে। তাই ইগুয়াইনকে নিয়ে যে সব কথা রটেছে তার কোনও ভিত্তি নেই।’’ তথ্যসূত্র : টাইম অব ইন্ডিয়া।
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু