শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০২:৩০:২৩

মুস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে যা বললো বিসিবি

মুস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে যা বললো বিসিবি

স্পোর্টস ডেস্ক : অস্ত্রোপচার করতে হবে মুস্তাফিজের। চিকিৎসক এই পরামর্শ দিয়েছেন মুস্তাফিজকে। কোথায়, কখন ও কিভাবে হবে তার অস্ত্রোপচার? জানা গেছে অস্ত্রোপচারের বিকল্প নেই মুস্তাফিজের।

এর মাধ্যমে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যাচ্ছেন মুস্তাফিজ। ২০ বছরের মুস্তাফিজ ক্রিকেটে পা রেখেই ৬ বার আহত হয়েছেন। তার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি মিডিয়া কমিটি জালাল ইউনুসের মতে ইংল্যান্ডে অস্ত্রপচার হওয়ার সম্ভবনা অনেকটাই। তিনি বলেছেন, তার কাঁধে নতুন করে আরেকটি সমস্যা সংযোজন হয়েছে। তার অস্ত্রপচারের পূর্বেই আমরা আরেকটি এমআরআই রিপোর্ট হাতে পাবো।

তারপর দুই দেশের ডাক্তারের পরামর্শ শুনার পরই আমরা তার ব্যাপারে চূড়ান্ত সিধান্ত নিবো। এটা ঠিক যে এখন যদি তার কাঁধে অস্ত্রপচার করি তাহলে তাকে আমরা দীর্ঘ সময় দলের সঙ্গে তাকে পাবো না।

বিসিবির এ কর্মকর্তা বলেন, কিন্তু ভবিষ্যতে সে আমাদের আরো বেশি সময় ধরে সার্ভিস দিতে পারবে। তাই আমরা কোন প্রকার ঝুঁকি নিতে চাই না।
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে