শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০২:৪২:৫৪

বুড়িগঙ্গা হবে আধুনিক বিনোদন কেন্দ্র: মেয়র সাঈদ খোকন

বুড়িগঙ্গা হবে আধুনিক বিনোদন কেন্দ্র: মেয়র সাঈদ খোকন

ঢাকা : মেয়র সাঈদ খোকনবুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং নয়নাভিরাম ও দৃষ্টিনন্দনরূপে সাজাতে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এই প্রকল্পের মাধ্যমে বুড়িগঙ্গার তীর ঘেঁষে হাজারীবাগ থেকে পাগলা পর্যন্ত দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

প্রকল্পের মধ্যে থাকবে হাঁটাপথ, পার্ক, বসার জায়গা, প্রমোদতরি, রেস্তোরাঁ ও ভাসমান বিনোদনকেন্দ্র। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সাঈদ খোকন এসব কথা বলেন।

মেয়র বলেন, সিটি করপোরেশনের নির্মাণ করা রাস্তা সারা বছরই বিভিন্ন সেবা সংস্থা খোঁড়ায় নগরবাসীকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। সরকার সিটি করপোরেশনকে সড়ক খোঁড়াখুঁড়ির বিষয়ে সমন্বয়কের দায়িত্ব দেওয়ায় ভবিষ্যতে রাস্তা খোঁড়াখুঁড়ির বিড়ম্বনা থেকে নগরবাসী মুক্তি পাবে।

সাঈদ খোকন বলেন, বিভিন্ন সেবা সংস্থা খোঁড়ায় রাস্তাগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। সিটি করপোরেশন অন্য সেবা সংস্থাগুলোর সারা বছরের আগাম কর্মপরিকল্পনা জেনে সেগুলো সমন্বয় করে অভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে। ফলে সুষ্ঠু সমন্বয় সম্ভব হবে, অর্থ অপচয় হ্রাস পাবে এবং নগরবাসীর ভোগান্তি কমবে।

নগরীতে বিনোদনের অভাব এবং খেলাধুলার সুযোগ নেই বললেই চলে। ধুপখোলায় অত্যাধুনিক শিশুপার্ক নির্মাণসহ ১২টি খেলার মাঠ এবং ১৯টি পার্কের উন্নয়ন প্রকল্প নিয়েছে ডিএসসিসি। চলতি অর্থবছরে শুরু হয়ে এসব কার্যক্রম ২০১৮ সালের মধ্যে সমাপ্ত হবে বলে মেয়র সাঈদ খোকন জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যে নতুন আটটি ইউনিয়ন যুক্ত হয়েছে, সেগুলোর মধ্যে ডিএনডি বাঁধ এলাকাও আছে, যা বছরের ছয় মাসই জলাবদ্ধ থাকে। এই এলাকার সমস্যা জটিল, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এই ইউনিয়নগুলোর সমস্যা নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিএসসিসি বিশেষ পরিকল্পনা নিচ্ছে বলে মেয়র জানিয়েছেন।

‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় ১৩৫ দশমিক ৩৪ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ২৬ দশমিক ৯০ কিলোমিটার ফুটপাত, ১৪০ দশমিক ২৪ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং ৩০৯ দশমিক ৭৬ কিলোমিটার ড্রেন পরিষ্কারের পরিকল্পনা রয়েছে ডিএসসিসির।

মতিঝিলসহ নানা জায়গায় মূল সড়কে অবৈধভাবে যানবাহন রাখায় তা যানজটের জন্য দায়ী বলে মনে করেন সাঈদ খোকন। তিনি বলেন, মতিঝিলে সড়কে পার্কিং বন্ধ করতে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে। তবে নগরবাসীর মধ্যে নির্দিষ্ট স্থানে যানবাহন রাখা, পদচারী-সেতু ব্যবহার এবং আন্ডারপাস ব্যবহার করার অভ্যাস গড়ে না ওঠায় যানজট নিরসনে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না বলে মেয়র জানান।

মেয়র তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ডিএসসিসির সব সেবা ডিজিটাল করা হচ্ছে। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে জন্মনিবন্ধন সনদ দেওয়া হচ্ছে। সব টেন্ডার ই-টেন্ডারিং করা হচ্ছে। নগর ভবনসহ তিনটি ওয়ার্ডে বিনা মূল্যে ইন্টারনেট বা ওয়াইফাই চালু করা হয়েছে। এই বছরের মধ্যে জনসমাগমের ৫০টি জায়গায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা চালু করা হবে।

সোডিয়াম সড়কবাতি বদলে বিভিন্ন সড়কে আধুনিক এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি বসাচ্ছে ডিএসসিসি। গত কয়েক মাসে ডিএসসিসির আওতাভুক্ত বিভিন্ন প্রধান সড়কে প্রায় ২ হাজার ৭০০ এলইডি বাতি লাগানো হয়েছে। মেয়র তাঁর বাজেট বক্তৃতায় জানান, পর্যায়ক্রমে পুরো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৪ হাজার বাতি লাগানো হবে।

রাজধানীবাসীকে স্বল্প ব্যয়ে আধুনিক স্বাস্থ্যসেবা দিতে ডিএসসিসির জেনারেল হাসপাতালটিকে আধুনিক ও উন্নত মানের মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ডিএসসিসি। এ লক্ষ্যে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ছয়টি বেড এবং ডায়ালাইসিসের জন্য চারটি বেড সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির বিদ্যমান কমিউনিটি সেন্টারগুলোর সংস্কারের পাশাপাশি নতুন ছয়টি অত্যাধুনিক সুবিধাসংবলিত কমিউনিটি সেন্টার নির্মাণে প্রকল্প নেওয়া হয়েছে। নগরীতে গণশৌচাগারের সংখ্যা অপ্রতুল। যেগুলো আছে, সেগুলো শিশু ও নারীদের ব্যবহার উপযোগী নয়। ডিএসসিসি ৪৭টি নতুন গণশৌচাগার তৈরি এবং বিদ্যমান ১৭টি গণশৌচাগার সংস্কারের প্রকল্প নিয়েছে।-প্রথম আলো
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে