শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৪:১৫:৪৩

সিপিএলে শোয়েব মালিকের ব্যাটে ঝড়

সিপিএলে শোয়েব মালিকের ব্যাটে ঝড়

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলছেন শোয়েব মালিক। পাকিস্তান টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করছে। আর এখন ওমর আকমল ও শোয়েব মালিক খেলছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে মুগ্ধ করেছেন শোয়েব মালিক। বার্বাডোজ ত্রিনিদাদের এ ব্যাটসম্যান নিজের সেরাটাই দেন ব্যাট হাতে। ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। দুই ইনিংসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

বার্বাডোজের বিপদে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে ভালো যায়গায় নিয়ে যান মালিক। ৪৪ বলে ২ ছক্কা ও ৩টি চারের মারে ওই রান করে অপরাজিত থাকেন মালিক। আর তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান।

রিজোনাল পার্কের টার্ফ গ্রাউন্ডে এদিন অবশ্য জয় পায় গায়ানা আমাজান। বৃহস্পতিবারের লড়াইয়ে বার্বাডোজ জয় পেলে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থাকত মালিকরা। এখন পরের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে মালিক-শেহজাদদের জন্য।

প্রসঙ্গত, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়ালস। দুই নম্বরে গায়ানা আমাজান ওয়ারিয়র্স। তিনে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাউডার্স। চার নম্বরে লুসিকা জোকস।
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে