শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৫:০৫:৪৪

‘আশরাফুলের ফিরতে সময় লাগবে না’

‘আশরাফুলের ফিরতে সময় লাগবে না’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বর্তমানে ইংল্যান্ডে আছেন। সেখানে সানডে লিগ খেলছেন। এই টুর্নামেন্টের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই। এটি অ্যামেচার লিগ বলে পরিচিত। ক্রিকেটে ফিরতে আশরাফুল ব্যকুল হয়ে আছেন। জুনের ৬ তারিখ থেকে নিয়মিত কঠোর অনুশীলন করছেন।

তবে বাংলাদেশের একটি গণমাধ্যমের ইমেইলের উত্তরে আশরাফুলের আইনজীবী ইয়াসিন প্যাটেল বলেছেন, ২০১৬ সালের ১৩ আগস্টে থেকে আশরাফুল বিপিএল এবং জাতীয় দল বাদে বিসিবির অন্য টুর্নামেন্টগুলো খেলতে পারবেন। জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে  মাঠে নামতে হলে তাকে আরো দুই বছর অপেক্ষা করতে হবে।

গোরান ক্রিকেট একাডেমি এবং নিজের বাসভবন বনশ্রীতে  আশিকুর রহমানের অধীনে ব্যাট-বলে ঝালাই দিচ্ছেন। আশিকুর রহমান বলেছেন, আশরাফুল সকালে-বিকেলে নিয়ম করে অনুশীলন করছেন। সকালে আড়াই ঘণ্টা স্কিল নিয়ে কাজ করছেন। বিকেলে ফিটনেস বাড়াতে লেগে থাকেন।

আশিকুর রহমানের পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিনের কাছে ব্যাটিং প্রাকটিস করছেন। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার নিজেদের দুঃসময়ে নাজমুলের কাছেই নিজেকে ঝালিয়ে নেন। নাজমুল আবেদিনে বলছেন, আশরাফুল ক্রিকেটে ফিরতে ক্ষুধার্ত। আগের জায়গায় ফিরতে তার মোটেও সময় লাগবে না।
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে