শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৫:৩৩:৩৭

অবসর ভাঙার অনুরোধে মেসিকে বোঝাতে স্পেনে উড়ে গেলেন এএফএ প্রধান

অবসর ভাঙার অনুরোধে মেসিকে বোঝাতে স্পেনে উড়ে গেলেন এএফএ প্রধান

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি কি আর্জেন্টিনার জাতীয় দলে আবার ফিরবেন? অনেকে অনেক কথা বললেও এখনো এই নিয়ে নিজের মন্তব্য করেননি মেসি।

কিন্তু মেসি জাতীয় দলে না ফিরলে বড় একটা ক্ষতি হবে আর্জেন্টিনার ফুটবলের। তাই তারা বসে নেই। এবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফ)-এর ভারপ্রাপ্ত প্রধান আরমান্দো পেরেজ মেসিকে বোঝাতে উড়ে গিয়েছেন স্পেনে।

মেসির অবসরের পর তেভেজ, সুয়ারেজসহ অনেকেই বলেছিলেন, ওই সিদ্ধান্ত তাৎক্ষণিক আবেগে নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু মেসি এখনো সেটি থেকে সরেননি।

পেরেজ আশাবাদী, মেসিকে তারা মাঠে ফিরিয়ে আনবেন, ‘আমি লিওর বাবার সঙ্গে কথা বলেছি, আগামী সপ্তাহে আমরা একটা বৈঠক ঠিক করেছি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মেসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নেবে কি না।’ যাওয়ার আগে আর্জেন্টাইন দৈনিক ওলেকে এমনই বলে গেছেন পেরেজ।
২৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে