শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৫:৪৪:২৫

জার্মানির জার্সি গায়ে আর খেলবেন না বিশ্বজয়ী এই ফুটবলার

জার্মানির জার্সি গায়ে আর খেলবেন না বিশ্বজয়ী এই ফুটবলার

স্পোর্টস ডেস্ক: জার্মানির জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না বিশ্বজয়ী ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানির ফুটবলের এ মিডফিল্ড মার্শাল।

তবে পেশাদার ক্লাব ফুটবলে তাকে দেখা যাবে যথারীতি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে খেলছেন এ জার্মান ফুটবলার। যদিও এবার দল বদলের গুঞ্জন রয়েছে শোয়াইনস্টাইগারের।

জার্মানির জার্সি গায়ে শোয়াইনস্টাইগারের অভিষেক ২০০৪ সালে । ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার জার্মানির জার্সি গায়ে ইতিমধ্যে খেলে নিয়েছেন ১২০ ম্যাচ। জার্মানির হয়ে শোয়াইনস্টাইগারের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লুকাস পোডলস্কি, মিরোসাভ ক্লোসা ও লুথার ম্যাথিউস।

দুই বছর আগে শোয়াইনস্টাইগার কুড়ান বিশ্বকাপ শিরোপার গৌরব।  স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের  হয়ে পেয়েছেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার স্বাদও। তবু একটা শূন্যতা নিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এ জার্মান। ইউরো কাপ শিরোপা অধরাই থেকে গেল শোয়াইনস্টাইগারের।

২০০৮ সালে ফাইনালে স্পেনের কাছে একমাত্র গোলে স্বপ্ন ভাঙ্গে জার্মানি ও শোয়াইনস্টাইগারের। আর এবারের ইউরো কাপের সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে পরিষ্কার ২-০ গোলে হার দেখে জার্মানরা।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বাস্তিয়ান শোয়াইনস্টাইগার বলেন, আমি লো’কে (কোচ ইওয়াকিম) বলেছি আমাকে যেন জাতীয় দলের জন্য আর বিবেচনা করা না হয়। দেশের হয়ে ১২০টি ম্যাচ খেলেছি।

অনেক অবিশ্বাস্য ও দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। লো’ জানতেন এবারের ইউরো আমার কাছে কতটা আকাক্সিক্ষত  ছিল।  সেই ১৯৯৬ সালের পর এটা জেতা হয়নি আমাদের। এবারও হলো না। এই বাস্তবতা মেনে নিতে হবে। ২০১৮ বিশ্বকাপের জন্য আমি দলকে শুভকামনা জানাচ্ছি।
২৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে