শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৬:৪৭:৪১

২১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে মেন্ডিসের একাই ১৭৬ রান

২১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে মেন্ডিসের একাই ১৭৬ রান

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টেস্ট বাঁচাতে লড়াই করছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বেঁধে দেওয়া ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করছে অসিরা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। ক্রিজে আছেন স্টিভেন স্মিথ ২৬ ও ভজেস ৯।

অবশ্য খেলতে নেমে লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতেই প্রতিরোধের মুখে পড়ে সফরকারী অস্ট্রেলিয়া। তাদের তিনটি উইকেটই তুলে নেন তিন স্পিনার হেরাথ, পেরেরা ও সান্দাকান।

আগের দিনের মতো এদিনও শেষ দিকে পুরোপুরি সময় খেলা মাঠে গড়ায়নি। আলোকস্বল্পতায় দিনের বাকি খেলা পরিত্যক্ত করা হয়।

অবশ্য আগের দিন ৬ উইকেটে ২৮২ রান নিয়ে শেষ করেছিল স্বাগতিকরা। দেশের মাটিতে ব্যক্তিগত সর্বোচ্চ রান করা মেন্ডিস এদিন খেলতে নেমে বিদায় নেন ১৭৬ রান করেই। আউট হওয়ার আগে ২৫৪ বল খেলে ২১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৭৬ রান পূণ্য করে যান মেন্ডিস।

তবে শেষ দিকে ভালোই প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছে লঙ্কানরা। রঙ্গনা হেরাথের ৩৫ রানের ফলে ৩৫৩ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। দ্বিতীয় ইনিংসে অসিদের পক্ষে একাই সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে নেন হ্যাজলউড ও লায়ন।  
২৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে