স্পোর্টস ডেস্ক : এর চেয়ে কোনো অপমান হয়তো আর হতেই পারেনা! ঘটনার নায়ক বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
ভারতের মাটিতে গিয়ে নিজের কর্মের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন সিদ্ধান্ত নিতেও বাধ্য করছেন এনামুল হক বিজয়। ভারতীয় ক্রিকেটারদের কাছে এই বিজয় নিজেই অপমানিত হননি।
ক্রিকেট টিমকেও ফেলেছেন বিপদে। মূল প্রসঙ্গ হলো, লজ্জাজনক রেকর্ডের নায়ক নায়ক হয়েছেন এনামুল হক বিজয়। ভারত ও বাংলাদেশের শেষ টেস্টে দুই সেসনেই ব্যাটিং করেছেন তিনি।
কিন্তু ওপেনার হিসাবে ব্যাটিং করেও কোনো রান করতে পারেননি তিনি। দুই বারই শূণ্য রান করে আউট হয়েছেন তিনি। দুইবারই প্যান্ডের শিকারে পরিণত হন।
বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২২৮ রান। ভারত ৪১১ রান করে ইনিংস ঘোষণা করে। শেষ দিনে বাংলাদেশ এখনো ১৪৭ রানে পিছিয়ে।
এই ম্যাচে বাংলাদেশের জয় পাওয়ার নুন্যতম কোনো সম্ভাবনা নেই। বরং ২-০তে হোয়াইট ওয়াশের লজ্জাটাই অপেক্ষা করছে। টাইগার বাহিনী ভারতের ভারতের মাটিতে গিয়ে যেন বিড়ালে পরিণত হয়েছে!
ডাবল জিরোর কালিমায় টাইগার ক্রিকেটার বিজয়কে যেন চরমভাবে অপমান করল ভারতীয় ক্রিকেটাররা!
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর