শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৭:৫৯:৩৪

১৯ ম্যাচে ২৯৯ রান করা সৌম্য সরকার এবার নিজেকে প্রমাণ করতে চান

১৯ ম্যাচে ২৯৯ রান করা সৌম্য সরকার এবার নিজেকে প্রমাণ করতে চান

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সিরিজে নিজের সেরা ফর্মে ফিরতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও নিজেকে প্রমাণ করতে চাইছেন, এ ব্যাটসম্যান। এদিকে আত্মবিশ্বাস ধরে রেখে সেরাটা দিতে পারলে ভিন্ন কন্ডিশনেও বাংলাদেশ ভালো করবে বলে মনে করে সৌম্য।

দেড় বছরের আর্ন্তজাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৩৮ ম্যাচ। সাফল্য বেশি এসেছে নিজের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে। ১৬ ম্যাচে ৪৯ গড়ে ৬৯২ রান। পাকিস্তান-সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ম্যাচ জয়ী ইনিংসও।

তবে, টি-টোয়েন্টির জোয়াড় শুরুর পর ছন্দ হারিয়ে ফেলেছেন সৌম্য সরকার। দ্রুতই ফিরতে চান সেরা ফর্মে। জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের পর থেকে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৯৯ রান করেছেন সৌম্য। যার গড়ে এভারেজ ১৫.৭৩ রান। এবার নিজেকে প্রমাণ করতে মরিয়া।

ইংল্যান্ড সিরিজের পর বিদেশের মাটিতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। নিউজিল্যান্ড সিরিজের পর, আয়ারল্যান্ডে ত্রিদেশী টর্নামেন্ট। তার পর আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আত্মবিশ্বাস ধরে রেখে সেরাটা দিতে পারলে সেই চ্যালেঞ্জ জয় করা কঠিন হবে না বলছেন সৌম্য।

ওয়ানডে টি-টিয়েন্টিতে নিজেকে প্রমাণ করলেও টেস্টে এখনও বলার মতো পারফর্মেন্স নেই এই ওপেনারের। সাদা পোশাকে ভালো করতে মুখিয়ে আছেন তিন টেষ্ট খেলা সৌম্য।
২৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে