স্পোর্টস ডেস্ক: অনেকগুলো অস্ত্রোপচার পরও ঝুঁকি নিয়ে মাশরাফি দিনের পর দিন খেলে যাচ্ছেন দলের হয়ে। বর্তমান সময়ে বাংলাদেশি তরুন উদীয়মান খেলোয়াড়রা মাশরাফিকে দেখেই, তার থেকে শিক্ষা নিযে বড় হচ্ছেন।
তাই তাকে নিয়ে মনের ভেতরের জমে থাকা কিছু কথা জানালের দেশের তরুণ উদীয়মান উইকেট রক্ষক ও ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি দেশের হয়ে ব্যাটিং প্রতিভা প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন। সবার কাছে নিজেকে চেনাচ্ছেন আলাদাভাবে।
লিটন কুমারের চোখে মাশরাফি একজন বীর। দলের সবার সঙ্গে মাশরাফির এক ‘অন্যরকম’ সম্পর্ক। যারা এখন তার সঙ্গে খেলছেন, তাদের বেশীরভাগই মাশরাফির খেলা দেখে বড় হয়েছেন।
লিটনের ভাষায়, ‘মাশরাফি ভাই সবসময় আমাদেরকে সমর্থন করেন। সবকিছুতে এগিয়ে আসেন। উনি যা করেন, তার উপরে আসলে আর কিছু হয় না। একজন অধিনায়ক হিসেবে দলের সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকাটা অলিখিত বাধ্যতামূলক। এই ব্যাপারেও মাশরাফি ভাই ১০০ তে ১০০।’
তবে ব্যাক্তি মাশরাফি আর অধিনায়ক মাশরাফির মধ্যে বহুরুপিতার পরিচয় পাওয়া যায়। তিনি কারো কাছে আক্রমণাত্মক, আরো কাছে কৌশলী, কেউ বা আবার মনে করেন মাঠে সময় বুঝে ব্যবস্থা নেন মাশরাফি।
এছাড়াও মাশরাফির ভক্তরা শুধু দর্শকরাই নন, ক্রিকেটাররাও। এর মূল, কারণ হতে পারে দলের কাছ থেকে তাদের সেরাটা কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে তার।
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু