শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৯:২৩:৩১

আশরাফুলের পাশে বিসিবি

আশরাফুলের পাশে বিসিবি

স্পোর্টস ডেস্ক : আগামী ১৩ আগস্ট শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) স্পট ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা। তবে, আরও দু’বছরের জন্য জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন - বিপিএল কিংবা আইপিএলে তিনি বিবেচিত হবেন না।

কারণ, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বিসিবির বিশেষ ট্রাইবুন্যাল প্রথমে আশরাফুলকে আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটির রায়ে সেই নিষেধাজ্ঞা নেমে আসে পাঁচ বছরে।

ডিসিপ্লিনারি কমিটির রায়ে বলা হয়েছিল, আশরাফুলকে আইসিসির দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ও আইসিসি সে সময় সেই সময় ওই ডিসিপ্লিনারি কমিটির দেয়া রায়ের বিপরীতে সুইজারল্যান্ডের বিশ্ব ক্রীড়া আদালতে আপিল করে। তবে, ‘পর্দার আড়ালের সমঝোতা’র ভিত্তিতে পরবর্তীতে সেই মামলা তুলে নেয়া হয়। আর সেই সমঝোতা ছিল যে, ২০১৬ সালের ১৩ আগস্ট নিষেধাজ্ঞা উঠে গেলেও আরও দু’বছরের জন্য আশরাফুল জাতীয় দল ও বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘অযোগ্য’ বলে বিবেচিত হবেন।

অর্থাৎ, এই সময়ে আশরাফুল বিসিবি আয়োজিত অন্য যেকোন ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। এমনকি দেশের বাইরেও প্রথম শ্রেণি ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাদে অন্য যেকোন ক্রিকেট খেলতে কোনো বাঁধা নেই আশরাফুলের।

আইসিসির এক মুখপাত্র ওই ‘সমঝোতা’র ব্যাপারে মুখ না খুললেও আরও দু’বছরের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ১৩ আগস্ট থেকে বিসিবি আয়োজিত সব রকম প্রথম শ্রেণির ক্রিকেট ও আইসিসির সদস্যভূক্ত অন্যান্য দেশে প্রথম শ্রেণি ব্যাতিত অন্য যেকোন রকম ক্রিকেট খেলতে আশরাফুলের আর কোনো বাঁধা নেই।

আশরাফুলের ব্রিটিশ আইনজীবী ইয়াসিন প্যাটেলও জাতীয় দল কিংবা বিপিএলে না খেলতে পারার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আশরাফুল ১৩ আগস্ট, ২০১৬ থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএলে এখনই ফেরা হচ্ছে না তার।

এমন অবস্থায় বিসিবিকে পাশে পাচ্ছেন আশরাফুল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসিকে সঙ্গে নিয়ে আদালতে বাকি দুই বছরের ব্যাপারটি নিষ্পত্তি করতে আবেদন করা হবে। কারণ, আইসিসির দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় দু’বছর অংশ নেয়ার যে নির্দেশনা দেয়া ছিল সেটা আশরাফুল ঠিকঠাক শেষ করেছেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ব্যাপারটি নিশ্চিত করেছেন। এই অবস্থায় বিসিবির শুধু আপিল প্যানেলের কাছে আবেদন করাই বাকি।

এই মুহূর্তে ইংল্যান্ডের কেন্টে সানডে ক্রিকেট লিগ নামের একটি ‘অস্বীকৃত’ টুর্নামেন্টে খেলছেন আশরাফুল। কথা রয়েছে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে