শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৯:৩৭:৪৯

টাইগার বাহিনীর জন্য সুখবর

টাইগার বাহিনীর জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক : লম্বা ছুটি কাটিয়ে অবশেষে ঢাকা ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচিং-স্টাফরা। টাইগারদের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে ছাড়াও তার স্বদেশী বাকী কোচরাও একই সাথে আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে, টাইগারদের নিয়ে কাজ করার মিশনে আগস্ট মাসের প্রথম সপ্তাহের ৪ বা ৫ তারিখে শ্রীলংকান কোচরা ঢাকা আসছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

ছুটি কাটিয়ে ২০ জুলাই টাইগার কোচদের বাংলাদেশে ফেরার কথা থাকলেও, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি বর্বর জঙ্গি হামলার পর ঢাকা ফিরতে বিলম্ব করে কোচিং স্টাফরা।

পরবর্তীতে, বিদেশী কোচিং স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। এমন কি প্রতিজন বিদেশী কোচদের সাথে একজন করে গানম্যান দেওয়া ছাড়াও প্রয়োজনে নিরাপদ আবাসন দেওয়ারও সিদ্ধান্ত নেয় বিসিবি।

এর পরিপ্রেক্ষিতেই আগামী মাসের ৪-৫ তারিখে আবারো মাশরাফি বাহিনীর দায়িত্ব নিতে কোচিং স্টাফরা বাংলাদেশে আসছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের প্রধান কোচ হাথরুসিংহেসহ সব কোচ নিশ্চিত করেছেন যে তারা আগামী মাসের ৪-৫ তারিখের মধ্যে চলে আসবেন।-বিডিক্রিকটিম
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে