শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১১:০২:৩৮

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-২০ সিরিজ যে কারণে অনুষ্ঠিত নাও হতে পারে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-২০ সিরিজ যে কারণে অনুষ্ঠিত নাও হতে পারে

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে ভারতীয় দলকে কি ফ্লোরিডায় টি টোয়েন্টি সিরিজ খেলতে দেখা যাবে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, টেস্ট সিরিজের পরেই ভারতীয় ক্রিকেট দল মার্কিন মুলুকে খেলবে।  

বোর্ডকর্তারা অবিলম্বে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু ঘটনাপ্রবাহ যে দিকে মোড় নিচ্ছে তাতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ না-ও হতে পারে।

উল্লেখ্ কারণগুলো হলো, চার টেস্টের সিরিজ শেষ হবে ২২ অগস্ট। তার পরে ফ্লোরিডায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা।  ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ১৫ জন ক্রিকেটার এখন ভারতীয় দলের হয়ে খেলছেন, তার মধ্যে আট জন ক্রিকেটার টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের সদস্য।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আগেই অনুমতি চেয়ে নিয়েছিল। ২২ অগস্ট টেস্ট শেষের পর তিনটি টি-টোয়েন্টি খেলতে চেয়েছিল দুই দল। ওই সময় ফ্লোরিডায় মাঠও ফাঁকা থাকবে। সেভাবেই সূচি ঠিক হয়েছিল। কিন্তু সমস্যা অন্য জায়গায়।

যুক্তরাষ্ট্রে ভারতের ক্রিকেটারদের ভিসা পেতে ছ’ সপ্তাহ সময় লাগতে পারে। এর আগে ভিসা পাওয়া না গেলে খেলার সূচি পিছিয়ে দিতে হবে। কিন্তু ক্রীড়াসূচি পিছিয়ে দেওয়া হলে ম্যাচ আয়োজন করায় সমস্যা তৈরি হবে।

২৩ থেকে ৩০ অগস্ট পর্যন্ত এই ফ্লোরিডার মাঠে কোনও খেলা নেই। কিন্তু ৩১ অগস্ট মাঠ ছেড়ে দিতে হবে। ফলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা।
২৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে