মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৭:৩৫

নতুন অজুহাতে সফর বাতিল করতে পারে অস্ট্রেলিয়া

নতুন অজুহাতে সফর বাতিল করতে পারে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: গতকাল সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ইতালীয়ান নাগরিক খুন হওয়ার পর জনমতে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আবারো পিছাতে যাচ্ছে বাংলাদেশে অস্ট্রেলিয়া সফর। ওই হত্যার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারি করায় অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হতে পারে প্রতিবেদন প্রকাশ করেছেন ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতার মাত্রা বৃদ্ধির পর এই সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।


সোমবার অস্ট্রেলীয় দলের ঢাকা আসার কথা থাকলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থে জঙ্গি হামলা হতে পারে বলে ‘নির্ভরযোগ্য তথ্য’ রয়েছে তাদের কাছে।

এরপরই ওই অস্ট্রেলিয়া টিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। পরবর্তীতে এ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসেন দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারোলসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর যখন দেশ বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেদিন সন্ধ্যায় গুলশানে ঘটলো ওই নারকীয় হত্যাকান্ডটি।

মঙ্গলবার অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারোল, টিম ম্যানেজার গ্রাভিন ডোভি এবং টিম নিরাপত্তা ম্যানেজার ফ্র্যাঙ্ক ডিমাসি।

এর পরের দিনই তারা অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।  এর পর অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সাথে বৈঠকে বসবেন তারা। এর পরেই সিদ্ধান্ত হতে পারে তারা তাদের টিমকে পাঠাবে কিনা

তবে এটা অনেকটা সুনিশ্চিত যে গুলশানে ওই ইতালিয়ান নাগরিক হত্যাটা প্রভাব বিস্তার করতে পারে অস্ট্রেলিয়া টিমের বাংলাদেশ সফরে।
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে