মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৮:১০

পাকিস্তানকে কাঁদিয়ে কি ইতিহাস গড়বে জিম্বাবুয়ে?

পাকিস্তানকে কাঁদিয়ে কি ইতিহাস গড়বে জিম্বাবুয়ে?

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে পাকিস্তানের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে জিম্বাবুয়ে। কোনো ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি জিম্বাবুয়ে।

পরিসংখ্যান জানায় অনেক কিছুই। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে জয় পায়নি জিম্বাবুয়ে। কিন্তু এবার জিম্বাবুয়ের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

নিজ দেশের হারারেতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রায় জয়ের বন্দরে গিয়ে হেরে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের ব্যাটসম্যানদের যতটা কাবু করে রাথে জিম্বাবুয়ে কোনো শক্তিশালী টিমও সহসা এটা করতে পারেনা।

সেদিন পাকিস্তান মাত্র ১৩৬ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ে দৌঁড়ে ১২৩ রান পর্যন্ত যায়। জিম্বাবুয়ে যে উন্নতি করছে এর প্রমাণ এখানেই।

মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। এই ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে ইতিহাস নির্মাণ করা হবে। অর্থাৎ টি-টোয়েন্টিতে প্রথমবারের মত পাকিস্তানকে হারানোর স্বাদ পাবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে এই ছক কষছে। বাংলাদেশ সময়ানুযায়ী বিকাল ৫ টায় হারারেতে অনুষ্ঠিত মাঠে গড়াবে অপেক্ষা-প্রতিক্ষার এই ম্যাচ।
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে