মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৬:০১

নারী ফুটবল টিমে ৮ জনই পুরুষ, চলছে তীব্র ক্ষোভ

 নারী ফুটবল টিমে ৮ জনই পুরুষ, চলছে তীব্র ক্ষোভ

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল টিমে নারীরা খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু তার ভিন্নতা দেখা গেল ইরান নারী ফুটবর টিমে। তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে নানা সময় নানা খেলায় তারা পুরুষদের দিয়ে খেলিয়েছেন।
নারীদের দলে পুরুষ খেলানোর স্ক্যান্ডালটি পশ্চিমা মিডিয়ায় ইতিমধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। সেই ক্ষোভ তীব্র হওয়ায় ইরানি গণমাধ্যমও টিম এবং কর্তৃপক্ষকে একহাত নিচ্ছেন।

আল আরাবিয়া ডটনেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফুটবল ফেডারেশন বিষয়টি তদন্ত করেছে এবং বলেছে, টিমে ৪ জন নয় ৮ জন পুরুষকে বিভিন্ন সময়ে খেলানো হয়েছে। গত আট বছর ধরেই ইরান ফুটবল ফেডারেশন এই কাজ করছে বলে জানানো হয় প্রতিবেদনে। বিষয়টি নিয়ে ইরানি মিডিয়া তেহরানকে নানাভাবে উপহাস করছে।

ফেডারেশনের সদস্য মুজবতি শারিফি নারী ফুটবল টিমে থাকা পুরুষ সদস্যদের নাম প্রকাশ করেন এবং ঘটনার জন্য ইরান ফুটবল ফেডারেশনকে দায়ী করেন।

উল্লেখ্য, ইরানের নারী ফুটবল দলের এ গোপন রহস্যটি প্রকাশ পায় ২০০৮ সালে। গত বছর ব্রিটেনের পত্রিকা টেলিগ্রাফ এ বিষয়ে একটি প্রতিবেদন করেছিল। তখন ফুলবল ফেডারেশন থেকে ইরানি ফুটবল ফেডারেশনকে বহিষ্কার করা হয়েছিল। -উর্দুভিউজ
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে