স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ভারত সফরে আসে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষীয় সিরিজ খেলে।
এর পরে ভারতের বিরুদ্ধে ৩ ফরমেটের সিরিজে অংশ নিতে উড়ে আসে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে দিল্লিতে রান-উৎসবে মেতে ওঠে।
টি-টোয়েন্টি দিয়েই শুরু হয় ভারত ও আফ্রিকার লড়াই। ভারত দক্ষিণ আফ্রিকার উইকেট শিকার করতে পারলেও রানের চাকাকে নিয়ন্ত্রণ করতে পারেনি।
ট্যুর ম্যাচে ১০ ওভার শেষেই আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৯০ রান। এবি ডি ভিলিয়ার্স ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ রান করে আউট হন। ডু প্লেসিসও তাণ্ডব দেখান ব্যাটে। ২৭ বলে ৪২ রান করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা এই সফরে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ৪টি টেস্ট খেলবে। প্রায় দুই মাস ভারতে থাকবে দলটি। টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে ২ অক্টোবর মাঠে গড়াবে দুই দেশের আনুষ্ঠানিক লড়াই।
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর