স্পোর্টস ডেস্ক: দুই জনই সেরা বাইকবাজ। বাইক হলেই তাদের আর কিছুই লাগে না। এমনকি তাদের দুই জনের বাসায় যত গুলো বাইক রয়েছে তা দিয়ে ছোট-খাট একটি সংগ্রহশালা বানানো যাবে।
বলছি ভারত টি-টোয়ান্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ইংল্যান্ড দলের পেসার ড্যারেন গফের কথা। দুইজনই পাক্কা মোটর বাইক চালক। বাইক প্রেম নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুনসুটিতে মেতে ছিলেন দুই জনই।
প্রথম টুইটটা ধোনিই করেছিলেন। নিজের পুরনো সুজুকি শোগান বাইকের ছবি দিয়ে লেখেন, ‘‘কে কে একমত যে দুই স্ট্রোকের এক সিলিন্ডার বাইকের মধ্যে এটাই সবচেয়ে এক্সাইটিং! আমারটা দ্রুত মেরামত করে ফেলতে হবে।’’
আর তাতে নিজের ডুকাটির ছবি টুইট করে গফ টিপ্পনি কাটেন, ‘‘এটার মতো তত ভাল নয়।’’
মোটরবাইক ধোনির প্রথম প্রেম। সেই প্রেমে ধাক্কা! তবে প্রাক্তন ইংল্যান্ড পেস তারকার এমন পাল্টায় ক্যাপ্টেন কুল মেজাজ হারাবেন, তা কি হয়? ধোনির বাড়িতে থাকা বাইক থেকে নিজের হার্লে ডেভিডসনে চড়া একটা ছবি দিয়ে ভারতের ওয়ান ডে অধিনায়ক লেখেন, ‘‘তুমি ঠিকই বলেছ বন্ধু, এটা আরও ভাল।’’ অবশ্য গফও দমবার পাত্র নন। পাল্টা লেখেন, ‘‘একদম হাড্ডাহাড্ডি লড়াই। আমার ডুকাটি বনাম তোমার হার্লে।’’ সূত্র: টাইম অব ইন্ডিয়া
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু