মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫২:০৪

ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশকে লজ্জায় ডুবালো মুমিনুলরা

ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশকে লজ্জায় ডুবালো মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক: অনেক আশা ভরসা নিয়ে ভারত সফর করলেও শেষ পর্যন্ত নিজেদের ব্যর্থতার দায়ে প্রথম ওয়ানডে সিরিজের ন্যায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ইনিংসের ব্যবধানে হেরে বাংলাদেশকে লজ্জায় ডুবালো মুমিনুলরা।

মঙ্গলবার তৃতীয় ও শেষ দিন ২ উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামার পর শুরুটা ভালোই করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। এই দুজন বাংলাদেশের রান ৮২ তে নিয়ে যান। তবে এরপর অভিমন্যু মিথুন, ঈশ্বর পাণ্ডে ও জয়ন্ত যাদবের বোলিং তোপে পড়ে ১২০ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

১২০ রানে সপ্তম উইকেটের পতনের পর সাকলাইন সজিব ও শফিউল ইসলাম মিলে ৩০ রানের জুটি গড়ে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ১৫০ থেকে ১৫১- এই ১ রানের ব্যবধানে সাকলাইন ও জুবায়ের সাজঘরে ফিরলে এবং রুবেল হোসেন ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় ইনিংস ও ৩২ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুলদের।

ভারত `এ` দল তাদের প্রথম ইনিংসে মাত্র  ৮৬.১ ওভারে ৫ উইকেটে ৪১১ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ গুটিয়ে গিয়েছিল ২২৮ রানে।
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে