স্পোর্টস ডেস্ক: বার্সার হয়ে লা লিগার ম্যাচে পালমাসের বিপক্ষে খেলার সময় তৃতীয় মিনিটে চোট পেয়ে বসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এর পর কিছুক্ষণ মাঠে থাকলেও দশম মিনিটের মাথায় পুরোপুরি মাঠ ছাড়তে বাধ্য হোন তিনি।
মাঠের বাইরে যাবার পর মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার টেস্ট করানোর পর বার্সার ক্লাব টুইটার থেকে জানানো হয়েছে তাদের ক্লাবের অন্যতম ভরসা মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে ৭-৮ মাস মাঠের বাইরে থাকতে হবে।
তারপরও মেসি ভক্তদের আশা শিগগিরই তাদের প্রিয় ফুটবলারকে দেখা যাবে কাতালানদের এবং দেশের জার্সি গায়ে। আর ভক্তদের এমন সমর্থন আর শুভেচ্ছাকে ধন্যবাদ জানাতে ভুল করেননি আর্জেন্টাইন দলপতি।
ফেসবুক পেজে মেসি লিখেছেন, ‘আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাকে সমর্থন দিয়েছেন। যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য খুব কঠিন মাঠের বাইরে থাকা। এখন সময় খুব দ্রুত নিজেকে মাঠে ফিরিয়ে আনার। আর এটাই বড় কাজ।’
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু