মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৮:০০

বাংলাদেশের ক্রিকেটকে চিরতরে নিভিয়ে দেয়ার জন্য মাঠে নেমেছেন কারা?

বাংলাদেশের ক্রিকেটকে চিরতরে নিভিয়ে দেয়ার জন্য মাঠে নেমেছেন কারা?

হাবিবুর রহমান ইরান : বাংলাদেশের ক্রিকেটকে চিরতরে মুছে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্রের আভাস মিলে এর আগেই। ক্রিকেটে বেশ উদীয়মান বাংলাদেশ।

২০১৭ সালে বিশ্বসেরাদের সাথে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নেয়ার অপেক্ষায় বাংলাদেশ। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়ে বিশ্বকে তাক লাগায় বাংলাদেশ।

শিরোপা জয়ের জন্য এগিয়ে যাওয়ার ম্যাচে ভারতের বিপক্ষের ম্যাচে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশে। এর কয়েকদিন পরেই ভারতকে ওয়ানডে ক্রিকেটে শোচনীয়ভাবে হারিয়ে জবাবটা দিয়ে দেয় বাংলাদেশ।

বিশ্বে সব দেশের ক্রিকেটাররা যে ধরনের বীরত্বসূচক নামে ডাকা থেকে উপেক্ষিত। সেই উপমায় বাংলাদেশের ক্রিকেটারদের অভিহিত করা হয়।

অর্থাৎ টাইগার নামে ডাকা হয় বাংলাদেশের ক্রিকেটারদের। মাঠে গর্জে উঠলে দেশি-বিদেশি মিডিয়া লিখতে মোটেই ভুল করে না যে ওই বাঘ এলরে।

এই বাঘের দৌঁড় থামিয়ে দেয়ার জন্য কতটা যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা কতটা তা উপলব্ধি করতে পেরেছে সেটাই সময়ের প্রয়োজনে মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোনো কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়াকাপের আয়োজন করে প্রশংসিত হয়েছে।

কোনো ধরনের অভিযোগ আসেনি। রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একে অন্যকে জঙ্গি বলে গালি দেয় বটে। কিন্তু দেশে এখন জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা।

জঙ্গি ইস্যুটি বিষের মত ভাইরাস। তৎপরতার প্রশ্নই আসে না, এই নামটিকেই অভিধান থেকে দূরে রাখা উচিৎ! পাকিস্তান দীর্ঘদিন ধরে কাঁদছে।

কাছে গিয়ে ডেকে ডেকেও কোনো দেশকে রাজি করতে পারছে না সে দেশে সফরে যেতে। এক কথায় অনেকটাই এক ঘরে হয়ে পড়েছে পাকিস্তান। এর যন্ত্রনা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান।

জঙ্গি ইস্যুর ধুঁয়ো তোলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অজুহাত বিষধর সাপে পরিণত হয়ে গ্রাস করতে পারে বাংলাদেশের ক্রিকেটকে।

নিভিয়ে দিতে পারে বাংলাদেশের ক্রিকেট যাত্রা। এক স্বাধীনতা, দুই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিচিতি পেয়েছে। ক্রিকেট মিশে গেছে এ দেশের নাড়ীর সাথে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ বয়কট প্রসঙ্গ শুধু একটি দেশের মধ্যে হয়তো থাকবে না। অন্য কোনো দেশ একই অভিযোগ তুললে তখন কি হবে? বাংলাদেশের ক্রিকেটকে চিরতরে নিভিয়ে দেয়ার জন্য মাঠে নেমেছেন কারা?

তাই গুরুত্বদিয়ে শক্তিশালী হন্তে এই ইস্যুকে দমন করা ছাড়া কোনো পথ খোলা নেই বিসিবির সামনে। এখনকার সঠিক সিদ্ধান্ত বাংলাদেশকে নিয়ে যাবে দূর উচ্চতায়। লেখক : সাংবাদিক
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে