স্পোর্টস ডেস্ক : এখানে দুটি কীর্তি ভারতের। একদিকে রানের পাহাড় ডিঙ্গানো। অন্যদিকে বিশাল টার্গেট তাড়া করেও ৮ উইকেটে জয় তুলে নেয়ার কীর্তি।
দক্ষিণ আফ্রিকা ও ভারত মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামে। ম্যাচটির ধরন ছিল টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিং নেয়।
নিজেদের ব্যাটিংয়ে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় দাঁড় করায়। ১৮৯ রানের বিশাল টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। আর হেসে খেলেই মাত্র দুটি উইকেট হারিয়ে এই লক্ষ্য অতিক্রম করে ভারত।
আউট হয়েছে দুই ওপেনার। তাদের মধ্যে বোহারা করেছেন ৫৬ ও অ্যাগুরওয়েল করেন ৮৭। দুই জনের ব্যাটিং ছিল অসাধারণ। স্যামসন ও মানদ্বীপ শেষ পর্যন্ত উইকেটে থেকে জয় তুলে নেন দুই বল হাতে রেখেই।
দক্ষিণ আফ্রিকা প্রায় দুই মাসের এই সফরে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ৪টি টেস্ট ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে।
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর