স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলকে ইনিংস ও ৩২ রানে হারায় ভারতীয় ক্রিকেট টিম। ভারতের বিপক্ষে হারের ষোলকলা পূর্ণ করে মুমিনুলরা।
টপ অর্ডার ব্যাটসম্যানরা ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছে। ভারতীয় মিডিয়াও ছেড়ে দেয়নি বাংলাদেশের ক্রিকেটারদের ব্যর্থতার প্রসঙ্গ। ওয়ানডে ম্যাচে ভারত ২-১ ব্যবধানে জয় পায়। অন্যদিকে ৩ দিনের টেস্ট ম্যাচে বাংলাদেশ এ দলকে হোয়াইট ওয়াশ করার লজ্জা দেয় ভারত।
ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দুই দলের মধ্যে অস্বীকৃত টেস্টে ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ এ-র ব্যাটিং লাইন-আপ।
তৃতীয় দিনের ২ উইকেটে ৩৬ রান নিয়ে এদিন খেলা শুরু করে বাংলাদেশ এ। কিন্তু ঈশ্বর পান্ডে (২৮ রানে ৩ উইকেট), জয়ন্ত যাদব (৪৮ রানে ৩ উইকেট) এবং অভিমন্যু মিঠুন (২৩ রানে দুই উইকেট) ৩৯.৩ ওভারে মাত্র ১৫১ রানে বাংলাদেশ এ-র দ্বিতীয় ইনিংস মুড়িয়ে দেন।
চিন্নাস্বামী স্টেডিয়ামে সফরকারী দলের প্রথম ইনিংসে ২২৮ রানের জবাবে ভারত ৫ উইকেটে ৪১১ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসের ঘাটতি ছাপিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করে ভারত-এ-র সামনে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করার লক্ষ্যে একেবারেই সফল হল না বাংলাদেশ এ।
অধিনায়ক মমিনুল হক (৫৪) এবং লিটন দাস (৩৮) ছাড়া আর কেউ ভারতীয় আক্রমণের সামনে সামান্য প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারেননি বাংলাদেশ।
প্রসঙ্গত, বাংলাদেশ কয়েকদিন আগে দেশের মাটিতে ভারতকে ওয়ানডে সিরিজে হারায়। সে সময় জাতীয় টিমে থাকা বেশ কয়েকজন সদস্য অবশ্য এ দলের হয়ে ভারত সফরে যায়। এরাও ব্যর্থ হয় চরমভাবে।
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর