মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৪:২৪

ইনিংস পরাজয় এড়াতে পারলেন না টাইগাররা

 ইনিংস পরাজয় এড়াতে পারলেন না টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ভারত সফরে দ্বিতীয় তিন দিনের ম্যাচেও অসহায়ভাবে হাড় মানলো বাংলাদেশ 'এ'। অধিনায়ক মুমিনুল হক অর্ধশতক(৫৪) করে আউট হলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ 'এ'।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে গিয়ে প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে স্বাগতিক ভারতের এ দল নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেও বেহাল ব্যাটিং দেখায় সফরকারীরা।

তিনদিনের ম্যাচে আজ শেষ দিন তারা মাত্র ১৫১ রানে অলআউট হয়েছে। এতে ভারত ‘এ’ দল ইনিংস ও ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ২ উইকেটে ৩৬ রান নিয়ে আজকের তৃতীয় দিন ব্যাটে নামে বাংলাদেশ ‘এ’ দল। আগের দিন ৯ রানে মুমিনুল হক ও ৭ রানে লিটন কুমার দাস অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে তারা ৬১ রান যোগ করেন। কিন্তু তারা দু’জন ছাড়া আরও কারও ব্যাট এদিন কথা বলেনি। অধিনায়ক মুমিনুল ৯৫ বলে ৫৪ ও লিটন ৪২ বলে ৩৮ রান করেন। আর শেষের দিকে সাকলাইন সজীব করেন ২১ রান। তবে ইনিংস ব্যাবধানে হার এড়ানোর জন্য এটা যথেষ্ট ছিল না।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের তিনজন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেন নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কোনো রান করতে পারেন নি এনামুল হক বিজয়। এছাড়া প্রথম ইনিংসে ১২২ রানে অপরাজিত থাকা সাব্বির রহমানও দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে পারেন নি। একই দশা হয়েছে শুভাগত হোমের। অথচ প্রথম ইনিংসে তিনি ৬২ রান করেন। এর আগে ভারতের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটকার বিপক্ষের তিন দিনের ম্যাচ ৪ উইকেটে হারে বাংলাদেশ ‘এ’ দল।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে