মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৭:৩০

এবার বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়া ফুটবল দলও পিছু হাটছে

এবার বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়া ফুটবল দলও পিছু হাটছে

স্পোর্টস ডেস্ক: জঙ্গি হামলার নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিকে, বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের। সেটিও বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আশার কথা বলছে না খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো অগ্রবর্তী নিরাপত্তা পর্যবেক্ষক দল দেশে ফিরে গেছে। সোমবার রাতে দেশের পথে ঢাকা ত্যাগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। এদিকে তাদের ঢাকা ত্যাগ করার আগেই রাজধানীতে খুন হয়েছেন এক ইতালীয় নাগরিক। এরপর পরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজ নিজ নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

এই পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘোরতর অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক বাছাই পর্বে অনিশ্চয়তা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার ফুটবল দল পাঠানো নিয়েও।  আগামী ১৭ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ হওয়ার কথা আছে।

অস্ট্রেলীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কারনে ক্রিকেট দল যদি বাংলাদেশ সফর করতে না পারে, সেক্ষেত্রে বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে ফুটবলারদের ঢাকা আসা ঠিক হবে না।

দ্যা গার্ডিয়ান আরও লিখেছে, যদিও অস্ট্রেলীয় ফুটবল ফেডারেশনের এমন চিন্তা ভাবনা নিয়ে এখনই মন্তব্য করতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের কর্মকর্তাদের দাবি সঠিক সময়েই ঢাকা সফর করবে অস্ট্রেলীয় ফুটবল দল।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে