মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৩:৪৪

বিসিসিআইয়ের নির্বাচন ৪ অক্টোবর, কে হচ্ছেন সভাপতি?

বিসিসিআইয়ের নির্বাচন ৪ অক্টোবর, কে হচ্ছেন সভাপতি?

স্পোর্টস ডেস্ক: জাগমোহন ডালমিয়ার মৃত্যুতে বিসিআইয়ের সভাপতি পদটি শুন্য হওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি পদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যেতে পারে সাবেক সভাপতি নাগপুরের আইনজীবি শশাঙ্ক মনোহরকে। ধারণা করা হচ্ছে শশাঙ্কই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন। কেননা তিনি ইতিমধ্যেই শারাদ পাওয়ার-অনুরাগ ঠাকুরদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ ক্রিকেটের নতুন সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও তাকে সমর্থন দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিসিসিআই সেক্রেটারী অনুরাগ ঠাকুর নিজেই ইঙ্গিত দিয়েছেন শশাঙ্ক মনোহরই হতে যাচ্ছেন জাগমোহন ডালমিয়ার পরবর্তী উত্তরসুরী। সভাপতি পদে প্রার্থী যাচাই-বাছাই ৩ অক্টোবর সম্পন্ন করা হবে। তিনি আরো জানিয়েছেন নির্বাচন অনুষ্ঠিত হলে এন শ্রীনিভাসন এসে তার ভোট প্রদান করবেন।

এর আগে সুপ্রীম কোর্ট শ্রীনিভাসনের বিসিসিআই সভায় অংশগ্রহণে যোগ্যতার ব্যপারে ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারী করে। সভায় অংশগ্রহন করতে না পারলেও তার ভোট প্রদানের ব্যপারে কোন বাঁধা নেই বলেই অনুরাগ নিশ্চিত করেছেন।

মনোহর ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বিসিসিআইর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমদিকে গুরুত্বপূর্ণ এই পদে আসতে না চাইলেও পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে তিনি সভাপতির পদে আসীন হবার সম্মতি জানিয়েছেন।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে