মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৮:৪৫

জরুরি সংবাদ সম্মেলনে পাপন দিলেন সুখবর

জরুরি সংবাদ সম্মেলনে পাপন দিলেন সুখবর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নাটকীয়তা কম হলো না। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টস যখন সিরিজ বাতিল হয়েছে বলে খবর প্রকাশ করেছে। ঠিক তখনই টাইগার ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হওয়ার এখনও কোন সম্ভবনা নেই বলেই তিনি জানিয়েছেন।

মঙ্গলবার জরুরী এক সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'পৃথিবীর সব দেশেই নিরাপত্তা ঝুঁকি থাকে। কিন্তু সিরিজ বাতিল হওয়ার মত ঝুঁকি বাংলাদেশে নাই। সুতরা আমি আশা করছি এই সিরিজ অবশ্যই হবে।’

এর আগে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে অস্ট্রেলিয়ান সরকারকে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে কড়া হুশিয়ারি দেয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। বারবারই বলা হচ্ছিল, বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের উপর জঙ্গী হামলা হতে পারে। এর সাথে গত সোমবার রাতে গুলশান এলাকাতে এক ইতালিয়ান নাগরিকের হত্যাকাণ্ড ও তার দায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ে নেয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে