মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৩:২৫

সর্বকালের সেরা গোলরক্ষক হয়ে ইতিহাস সৃষ্টি করলেন যিনি

সর্বকালের সেরা গোলরক্ষক হয়ে ইতিহাস সৃষ্টি করলেন যিনি

স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর বর্তমান ফুটবলে লিউনেল মেসি-রোনাদোসহ বেশ কিছু তারকা ফুটবলার মাঠ কাঁপিয়ে বিশ্ববাসীর মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সে কারণে হয়তো গোলরক্ষকদের নাম কারো কাছে খুব একটা পরিচিত নয়। তারপরও খেলা চলাকালীন সময়ে যদি কোন গোলরক্ষক বিশেষ ভঙ্গীমায় কিছু একটা করে দেখাতে পারে তবে সেই গোলরক্ষককে ভক্তরা অনেকদিন মনে রাখে।

সে কারণেই ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম তাদের পাঠকদের ভোটে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকালের সেরা গোলরক্ষক নির্বাচন করেছন। তাদের পাঠকদের মতে সর্বকালের সেরা গোলরক্ষক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ইকার ক্যাসিয়াস। সমগ্র বিশ্বে গোল ডট কমের ৫০ হাজারের বেশি পাঠক এ জরিপে অংশ নেয়।

এই মৌসুমে পোর্তো ক্লাবে যোগ দেয়া রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা জুভেন্টাস নায়ক জিয়ানলুগি বুফন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা পিটার শেমিচেলকে পিছনে ফেলে সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

আগামীকাল চেলসির বিপক্ষে নিজের ১৫২তম ম্যাচে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভির রেকর্ডটি ভাঙ্গতে যাচ্ছেন ক্যাসিয়াস। এ ম্যাচটিকে সামনে রেখে ১৯৯২ সালে নতুন নাম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে শুরু টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের জরিপ চালায় ওয়েবসাইটটি। ওয়েবসাইটটির ৩৭টি এডিশনে পুরো বিশ্বের ৫০ হাজারের বেশি পাঠক এ জরিপে অংশ নেন। যার মধ্যে ক্যাসিয়াস পেয়েছেন ৩৩ শতাংশ ভোট।

জুভেন্টাসের বুফন ১৯ শতাংশ পেয়ে দ্বিতীয় এবং শেমিচেল ১০ শতাংশ পেয়ে তৃতীয় স্থান লাভ করেন। ম্যান ইউর আরেক গোলরক্ষক এডুইন ভ্যান ডার সার চতুর্থ, বায়ার্ন মিউনিখের সাবেক গোলরক্ষক ওলিভার কান পঞ্চম এবং আর্সেনালের বর্তমান গোলরক্ষক পিটার চেচ ষষ্ঠ স্থান লাভ কেরেছেন। ম্যানুয়েল নয়্যার সপ্তম, নেলসন ডিডা অষ্টম এবং সবচেয়ে কম ভোট পেয়ে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ভিক্টর ভালদেস নবম স্থানে রয়েছেন।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে