বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৯:১৯:০৬

আবারো টাইগারদের জয়ের নায়ক মাশরাফি

আবারো টাইগারদের জয়ের নায়ক মাশরাফি

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে পরস্পরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান ও সাবেক স্কোয়াড। সাবেকদের বিপক্ষে তিন ম্যাচের ফুটবল সিরিজের শেষ ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার বিসিবির বর্তমান স্কোয়াড। মাশরাফিরা ২-১ এ খালেদ মাসুদ পাইলট, আকরামক খানদের হারিয়েছেন।

বর্তমান স্কোয়াডের হয়ে সবার আগে গোল করেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। খেলার ১০ মিনিটের মাথায় আকরাম খানকে ফাউল করেন আরেক ওপেনার সৌম্য সরকার। তামিম বাঁশিতে ফ্রি কিক পায় সাবেক স্কোয়াডের ফুটবলাররা। কিন্তু সুবিধা করতে পারেননি, আকরাম খানের ফ্রি কিক গোল পোস্টের অনেকটা বাইরে গিয়ে পড়ে।

০-১ গোলে পিছিয়ে পড়া সাবেকদের ম্যাচে ফেরার চেষ্টা ছিলো দেখার মতো। সফলও হয়। খেলার ২৫ মিনিটের মাথায় মাশরাফিদের গোল পোষ্টের একেবারে সামনে বল নিয়ে গিয়েছিলেন আকরাম। কিন্তু নাসির তাঁকে ফাউল করলে পেনাল্টি পায় সাবেকরা। আর সেই পেনাল্টি থেকে মিজানুর রহমান বাবুলের নিখুঁত শটে সমতায় ফেরে বিসিবি সাবেক দল। ৫০ মিনিটের নাইন এ সাইড এই ম্যাচের প্রথমার্ধের বিরতিতে যাবার মিনিট পাঁচেক আগে বিসিবি বর্তমানরা ২-১ ব্যবধানে এগিয়ে যায় মাশরাফির গোলে।

দ্বিতীয়ার্ধে কয়েকদফা চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি সুজন-আকরাম-রফিকরা। উল্টো নির্ধারিত সময়ের আট মিনিট আগে নাসিরের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। নির্ধারিত সময় শেষ হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমানরা।

সবচেয়ে মজার ব্যাপার হলো এই খেলায় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দেখা গেছে রেফারি রুপে।

বিসিবি বর্তমান স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, সোহরায়ার্দী শুভ, আলআমিন হোসেন, এনামুল হক বিজয়, নুরুল ইসলাম সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।      

বিসিবি সাবেক স্কোয়াড: মিজানুর রহমান বাবুল, আকরাম খান, খালদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, হান্নান সরকার, জাবেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, মোর্শেদ আলী খান সুমন, ইফতেখারুল ইসলাম ইফতি, এনামুল হক মনি ও মাসুদুর রহমান মুকুল।
৪ আগস্ট/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে