বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ১০:৩১:৫১

‘খেলোয়াড়দের সুযোগ বাড়াতে হবে’

‘খেলোয়াড়দের সুযোগ বাড়াতে হবে’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি২০ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, অলিম্পিকে অংশ নিতে না পারার আক্ষেপ আছে ঠিকই, তবে অন্য খেলায় যারা ভালো করছে যারা অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করছে তাদেরও পরিচিত করতে হবে। তাদের সুযোগ-সুবিধাও বাড়াতে হবে যাতে করে শুধু ক্রিকেট নয় অন্য অনেক খেলা দিয়েও পরিচিতি পায় বাংলাদেশ।

বাংলাদেশের একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন।

মাশরাফি আরও বলেন, দেশের ব্লেজার পরা, দেশের পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নেওয়া, এটা অত্যন্ত গর্বের। একজন খেলোয়াড়ের কাছে অলিম্পিকের চেয়ে বড় কিছু নেই। কারণ অলিম্পিকে গোটা বিশ্বের চোখ থাকে। ক্রিকেট আট-দশটা দেশ মিলে খেলে, গণ্ডিটাও এতটুকুই। কিন্তু অলিম্পিকে যে ভালো করে, গোটা দুনিয়া তাকে চেনে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেট দলের এই মুহূর্তে কোনো খেলা নেই। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা। কিন্তু এটি এখন যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে। তবে এখন নিজেদেরকে ফিট রাখার জন্য অনুশীলনের মধ্যেই রয়েছেন টাইগাররা।
৪ আগস্ট/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে