মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৬:৫৩

যে কারণে ভক্তদের ধন্যবাদ জানালেন মেসি

যে কারণে ভক্তদের ধন্যবাদ জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক: শনিবার লাস পালমাসের বিপক্ষে লা লিগা ম্যাচে চতুর্থ মিনিটে ইনজুরি পড়েন আর্জেন্টাইন তারকা ফুটবলার ও বার্সেলোনার সুপারস্টার লিওলেন মেসি। পরে খেলা চালিয়ে গেলেও দশম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মাঠ থেকে তুলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিক্ষার পর জানা গেল বাম হাঁটুর কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে গেছে মেসির। সুতরাং, আগামী ৭ থেকে ৮ সপ্তাহ আর মাঠে নামতে পারবেন না এই আর্জেন্টাইন অধিনায়ক। তার এই দুঃসময়ে সমর্থকরা তার পাশে দাঁড়িয়েছেন। এজন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি।

লিওনেল মেসি দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবং সহানুভূতি জানানোয় ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ধন্যবাদ জানিয়েছেন।

মেসি তার ফেসবুক পেইজে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে লিখেন, সমর্থন জানিয়ে আমাকে ম্যাসেজ পাঠানোয় সবাইকে ধন্যবাদ। যারা ফুটবল ভালোবাসে তাদের সবার কাছেই মাঠে নামতে না পারাটা সবচেয়ে কষ্টদায়ক। সুস্থ্য হয়ে ফেরার জন্য আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। সবার প্রতি ভালোবাসা রইলো।

এই ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে বেশ কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ও লা লিগা ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। এমনকি চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। পাশাপাশি আগামী ২২ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদেরই মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে মেসির মাঠে নামা নিয়েও শঙ্কা রয়েছে।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে