শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৫:৫৭:৪২

ব্রাজিলের খেলা দেখে ভক্ত-অনুরাগীরা হতাশ

ব্রাজিলের খেলা দেখে ভক্ত-অনুরাগীরা হতাশ

স্পোর্টস ডেস্ক : অধরা অলিম্পিক স্বর্ণ জয়ের মিশনে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেলো ব্রাজিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে নেইমাররা।

অলিম্পিকের পর্দা উঠতে এখনও ২৪ ঘন্টা বাকী। তার আগেই বৃহস্পতিবার শুরু হয়ে যায় ছেলেদের ফুটবল। ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাসিলিয়ায় স্বাগতিক ব্রাজিল মাঠে নামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বার্সেলোনার নেইমারের অধীনায়কত্বে সুস্পষ্টই ফেবারিট হিসেবে খেলতে নামে ব্রাজিল।

পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। সময়ের অন্যতম সেরা তারকা নেইমারের কাঁধে ভর করে দেশের মাটিতে সে শূন্যতা পূরণের স্বপ্ন দেখছে দেশের প্রতিটি মানুষ। কিন্তু মাঠের পারফরম্যান্সেই যেন নিস্প্রভ! সেলেসাওদের এমন পারফরম্যান্সে ভক্ত-অনুরাগীরা রীতিমতো হতাশ। তারপরও আশা ছাড়ছে না এখন পর্যন্ত অলিম্পিকের স্বর্ণ জিততে না পারা ব্রাজিলিয়ান সমর্থকরা।

ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেও ছিলেন স্বাগতিক অধিনায়ক ও প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা নেইমার। কিন্তু দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিতে পারেননি এই বার্সেলোনা তারকা।

ম্যাচে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন সম্প্রতি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। কিন্তু তার শট পোস্টে লাগলে হতাশ হতে হয় গতবারের রানার্সআপদের।  

৫৯ তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মথোবি এমভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাকি সময় এক জন বেশি নিয়েও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি ব্রাজিল।

২০১৪ বিশ্বকাপে নিজেদের মাঠে ঘটে যাওয়া দূঃস্মৃতিটা এখনও তরতাজা। সেই রক্তক্ষরণ বন্ধ হওয়ার আগেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে সমর্থকদের আবারও হতাশ করে ব্রাজিল। সেইসব দুঃখ-কষ্ট ভুলার জন্যই সেলেসাওদের চোখ নিজেদের মাঠের অলিম্পিকে। কিন্তু অলিম্পিকের প্রথম ম্যাচেও ব্যর্থ ব্রাজিল।

ইরাক ও ডেনমার্কের মধ্যে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। এছাড়া ‘ডি’ গ্রুপে দিনের অন্য ম্যাচে হন্ডুরাস ৩-২ গোলে আলজেরিয়াকে হারিয়েছে। আগামী রোববার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।

৫ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে