শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১০:৫৫:১১

ব্যাট হাতে টেস্টকে টি-টোয়েন্টিতে পরিণত করলেন ওয়ার্নার

ব্যাট হাতে টেস্টকে টি-টোয়েন্টিতে পরিণত করলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে আইপিএলের শিরোপা জিতে নিয়ে দেশে ফেরেন ডেবিড ওয়ার্নার। মুস্তাফিজের এই প্রিয় মানুষটি টেস্টেও খেলেছেন টি-টোয়েন্টি! হায়দারাবাদের হয়ে রান বন্যার সৃষ্টি করেছেন তিনি।

দলতে শিরোপা জেতানোর পরে বিশেষ কয়েকটি পুরস্কারও পেয়েছেন ডেবিড ওয়ার্নার। শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। দুই দলের দ্বিতীয় টেস্টে দলর রান যখন ৫৪ তখন ওয়ার্নারের রান ৪২। ব্যাট হাতে টেস্টকে টি-টোয়েন্টিতে পরিণত করলেন মুস্তাফিজের দলনেতা ওয়ার্নার!

মন্থর টেস্টে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেছেন তিনি। ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন ডেবিড ওয়ার্নার। এখানে ৭টি চার মেরেছেন ওয়ার্নার। বেশ জমে উঠেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ খবরে (শুক্রবার সকাল ১০. ৪৪ ঘণ্টা) ৪ উইকেট নেই অস্ট্রেলিয়ার। টেস্টে টি-টোয়েন্টির ঝলক উপহার দিয়ে বিদায় নিয়েছেন ওয়ার্নারও। প্রথম ইনিংসে ২৮১ রানে গুটিয়ে যাওয়ার পর লঙ্কান বোলাররা ফাঁদে ফেলতে চেষ্টা করছে অসিদের।
৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে